হলভর্তি বিভিন্ন দেশের অর্থমন্ত্রীদের সামনে মঞ্চে বসে থাকা আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা চেয়ার থেকে উঠে এসে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের হাত চেপে ধরে বললেন, ‘সালেহউদ্দিন আহমেদ আমার সাবেক সহকর্মী। ড. মুহাম্মদ ইউনূস ও বাংলাদেশ আমার আগেরই চেনা।’
‘দেশটা অর্থনৈতিক উন্নয়নে ধারাবাহিকতা বজায় রেখেছে। ভালো করে চলেছে। তবে সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে সেখানে ব্যাপক সংস্কার কার্ষক্রম নিয়েছে ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার। আমরা এই সংস্কার কার্যক্রমে জোরালো সহযোগিতা ও সমর্থন দিয়ে আসছি। তারা লোন পরিশোধও ভালো করছে। নানা রকম সংকটে থেকে কিস্তি খেলাপি হয়নি। দেশটি নতুন করে কিছু ঋণের প্রস্তাব দিয়েছে। আমরা সেগুলো নিয়েও ইতিবাচক চিন্তা করছি।’বিশ্বব্যাংক ও আইএমএফের সদর দপ্তরে চলমান বার্ষিক সভার ভি-২০ মিনিস্ট্রিয়াল ডায়ালগে বাংলাদেশ সম্পর্কে এভাবেই চিত্র তুলে ধরেন জর্জিয়েভা। ভি-২০ হলো জলবায়ু পরিবর্তনের ফলে যে ৬৮টি দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সেসব দেশের একটি জোট। বাংলাদেশ এর অন্যতম সদস্য। জর্জিয়েভার এমন সম্বোধনে পুরো হলরুমে তখন মুহুর্মুহু হাত তালি।
এদিকে, বিভিন্ন সময় বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে কারিগরি, নীতিগত সহায়তা দিতে আবারও আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক ও আইএমএফ। ওয়াশিংটনে সংস্থা দুটির সদর দপ্তরে চলমান বার্ষিক সভায় বুধবারও এ আশ্বাস দেয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এর আগেও এমন সহযোগিতার কথা একাধিকবার জানিয়েছে সংস্থা দুটি। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কার্যকর তেমন কোনো অগ্রগতি হয়নি।