আজ ৭ নভেম্বর সকালে কুমিল্লা টাউন হল মিলনায়তনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার সভাপতি, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজী আমিনুর রশীদ ইয়াছিন বলেছেন, জিয়াউর রহমান ছিলো বাংলাদেশের নিষ্কলঙ্কিত নেতা। সে ক্ষমতা জোর করে নেয়নি। সিপাহিদের অনুরোধে দেশ ও জনগণের স্বার্থের কথা চিন্তা করে তিনি দায়িত্ব নিয়ে ছিলেন।
জিয়াউর রহমান ছিলেন এদেশের সফল রাষ্ট্রনায়ক। কিন্তু ফ্যাসিবাদী আওয়ামী সরকার জিয়াউর রহমানের ইতিহাস দেশের জনগনকে জানতে দেয় নি। সরকার যদি শুধু ৭ নভেম্বরের সঠিক ইতিহাস জনগণকে জানার সুযোগ করে দেয় তাহলে মানুষ বুঝবে জিয়াউর কেমন নেতা ছিলো। এবং সত্যিকার অর্থে স্বাধীনতার প্রকৃত ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
তিনি আরো বলেন, শেখ মুজিবের মেয়ে ১৬ বছর দেশের মানুষকে কি পরিমাণ জ্বালাইছে আপনারা দেখেছেন। তাই ফ্যাসিবাদরা যেন আবার মাথাচাড়া দিয়ে দেশের মানুষের স্বপ্ন নষ্ট করতে না পারে সে দিকে সবাই খেয়াল রাখবেন। দেশের মানুষের মাঝে সঠিক ইতিহাস তুলে ধরবেন।