জামালপুরের মেলান্দহ রেল স্টেশনে ট্রেনে কাটা পড়ে নামে এক স্কুল ছাত্রের হাত ও দুই পা বিচ্ছিন্ন হয়েছে।
শুক্রবার দুপুরে ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে এ দুর্ঘটনা ঘটে বলে মেলান্দহ রেল স্টেশন মাস্টার মহিদুর রহমান জানান।
আহত ১৪ বছর বয়সী আনিসুর রহমান কুমিল্লা দক্ষিণের শাকতলা গ্রামের বাস চালক আক্তার হোসেনের ছেলে এবং স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
স্টেশন মাস্টার মহিদুর বলেন, “ট্রেনটি মেলান্দহ স্টেশন থেকে দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ছাড়ার সময় পেছন দিয়ে ছাদে ওঠার চেষ্টা করে ওই আনিসুর। এ সময় পা পিছলে চলন্ত ট্রেনের নিচে পড়ে তার এক হাত ও দুই পা বিচ্ছিন্ন হয়।”
পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয় বলে জানান মহিদুর।
জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার মো. শামীম বলেন, “ছেলেটির শরীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।”