যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় খিচুড়িভোজের আয়োজন করেছেন স্থানীয় একদল যুবক।
বৃহস্পতিবার রাতে ওই উপজেলার মহেশপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের মো. গিয়াস উদ্দিন গালিবের বাড়িতে যুক্তরাষ্ট্র প্রবাসী লুৎফর রহমান হিমুর অর্থায়নে এ আয়োজন করা হয়।
গিয়াস উদ্দিন বলেন, “বাংলাদেশের বংশোদ্ভূত বাগেরহাট জেলার মোড়েলগঞ্জের বাসিন্দা যুক্তরাষ্ট্র প্রবাসী মো. লুৎফর রহমান হিমু যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ফ্রেডারিক ট্রাম্পের বন্ধু। হিমু আমারও বন্ধু। তিনি যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের ন্যাশনাল ফাইন্যান্স মেম্বার।
“হিমু কথা দিয়েছিল, ট্রাম্প নির্বাচনে জিতলে খিচুড়ি খাওয়াবে। সেই কথা অনুযায়ী ট্রাম্প জয়ী হওয়ার পর হিমু টাকা পাঠালে সেটা দিয়ে খিচুড়ি ভোজের আয়োজন করি।”
গিয়াসের বাড়িতে গিয়ে উচ্ছ্বসিত একদল যুবককে দেখা গেল। তারা উঠানে বসে ওয়ানটাইম প্লেটে গরুর মাংস আর ভুনা খিচুড়ি খেয়ে আনন্দ-উল্লাস করছেন।
সেখানে হোগলাকান্দি সহ আশপাশ গ্রামের অন্তত ২৫০ জন যুবক অংশ নেন। বৃহস্পতিবার রাত ৯টা থেকে শুরু হওয়া ওই ভোজ চলে সাড়ে ১০টা পর্যন্ত।
গিয়াস উদ্দিন বলছিলেন, “ডনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এই খুশিতে অনন্দঘন পরিবেশে খাবার বিতরণ করা হয়। সবাই তৃপ্তি নিয়ে এ খাবার গ্রহণ করেছে। ট্রাম্পের বিজয়ে আমরা উচ্ছ্বসিত, আনন্দিত ও গর্বিত।”
ভোজে অংশ নেওয়া হোগলাকান্দি গ্রামের যুবক তুহিন মোল্লা (৩৩) বলেন, “কোনো মার্কিন প্রেসিডেন্টের জয়ে এই প্রথম কোনো ভোজে অংশ নিলাম। পেট ভরে মাংস-খিচুড়ি খেয়েছি; খাবারও সুস্বাদু ছিল।
“সবই এক সঙ্গে খেয়েছি। ভাল সময় কেটেছে। এর মধ্য দিয়ে আমরা ডোনাল্ড ট্রাম্পের বিজয়কে উদযাপন করেছি।”
কাশিয়ানী উপজেলার জয়নগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ওয়াহিদুজ্জাসান বলছিলেন, “গিয়াস উদ্দিন গ্রামে নৌকা বাইচসহ ব্যতিক্রম সব আয়োজন করে থাকেন। এবার ট্রাম্পের বিজয়ে বন্ধু হিমুর সহযোগিতায় খিচুড়ি ভোজের আয়োজন করেছেন। তার সব আয়েজনই আমার ভাল লাগে।”
ভোজে অংশ নিয়েছেন জানিয়ে এ শিক্ষক বলেন, “আমার কাছে এটি স্মরণীয় হয়ে থকবে।”