বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার উপর হামলাকারী কুমিল্লার শ্রমিক লীগ নেতা মোতালেব হোসেন কে কুমিল্লা ধর্মসাগর পশ্চিম পাড়ের একটি বাসা থেকে আটক করা হয়েছে।
গত ৪ আগষ্ট ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা আলেখারচর বিশ্বরোড এলাকায় মোতালেব হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার উপর হামলা করে। এই ঘটনায় মোঃ শরীফ হোসেন কোতয়ালী থানায় গত ৪ অক্টোবর ৯৯ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
গত ৪ আগষ্ট কুমিল্লা আলেখারচর বিশ্বরোড এলাকায় জনতাবদ্ধে হয়ে অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্র জনতার উপর হামলা করায় কুমিল্লা কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়।
মোতালেব হোসেন কুমিল্লা মহানগর ১০ নং ওয়ার্ড আওয়ামী শ্রমিক লীগের সভাপতি । মোতালেব মামলার ২৮ নাম্বার আসামি। এছাড়াও এই মামলার ১ নাম্বার আসামি হলেন কুমিল্লার সাবেক এমপি বাহাউদ্দিন বাহার এবং ২ নং আসামি কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা।
কুমিল্লা কোতয়ালী থানার ওসি মহিনুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বিকাল তিনটায় কুমিল্লা ধর্মসাগর পাড় থেকে গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে।