ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ট্রলির ধাক্কায় আব্দুর রহমান (১৪) নামের এক কিশোর নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে নবীনগর পৌর এলাকার পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান নবীনগর পশ্চিম পাড়ার ছোট্ট মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, ‘আব্দুর রহমান বৃহস্পতিবার দুপুরে নবীনগর পৌর এলাকার পশ্চিম পাড়ায় রাস্তা পার হতে গেলে একটি ট্রলি তাকে ধাক্কা দেয় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।’
নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ট্রলির ধাক্কায় আবদুর রহমান নামে এক কিশোর নিহত হয়েছেন। ট্রলিটিকে আটক করা হয়েছে।