বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জালাল উদ্দিন, যুবলীগ নেতা রেজাউল মিয়া, জয়নাল আবেদীনের বিরুদ্ধে মাছ চাষী কৃষকের পুকুরে জাল ফেলে মাছ লুটপাট, ভূমি দখলের চেষ্টা ও হুমকি দমকির অভিযোগ এবং চাষকৃত মাছের পুকুরে বিষ প্রয়োগ বা জোরপূর্বক মাছ লুট হওয়ার আতংকে পুকুর মালিক আব্দুল জলিল বুড়িচং থানায় জিডি করেন।
আজ ১৪ নভেম্বর বৃহস্পতিবার আব্দুল জলিল জিডিতে উল্লেখ করেন, আমি আমার পিতার ওয়ারিশ সূত্র এর বুড়িচং উপজেলা ষোলনল ইউনিয়ন গাজীপুর মৌজার বিএস খতিয়ান নং ১২১ এর ১৫৬৮ দাগের ১৮ শতক জমিতে পুকুর কেটে মাছের চাষ করে ভোগ দখল করিয়া আসিতেছি। বিবাদীগন আমার এক ই এলাকার লোক এবং উচ্ছৃঙ্খল প্রকৃতির। বিবাদীরা আমার পুকুরের মাছ জোরপূর্বক ধরে নিয়ে যেতে চায়।
গত ১২ নভেম্বর মঙ্গলবার দুপুরে মাছের খাবার দিতে গেলে বিবাদীরা আমার সাথে খারাপ আচরণ করে । সুযোগ পাইলে আমার পুকুরের মাছ ধরে নিয়ে যাবে এবং আমাকে প্রাণনাশের হুমকি দেয়। এজন্য আমি আজ ১৪ নভেম্বর বুড়িচং থানায় জিডি করি ।
বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জালাল উদ্দিন বলেন , আমি মাছ ধরে নিয়ে যাব । এমন কোন কথা বলিনি। আমি কাউকে প্রাণনাশের হুমকি দেয়নি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।
বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজুল হক বলেন, থানায় আব্দুল জলিল জিডি করেছেন। তদন্ত কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে ।