কুমিল্লার বরুড়ায় ৩১ বছর ধরে চলছে খোশবাস ইউনিয়নের অলিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাক্তন ছাত্র সংসদের বৃত্তি প্রদান অনুষ্ঠান।
১৫ নভেম্বর শুক্রবার উপজেলার অলিতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংসদের উদ্যোগে সকাল ১০টায় ৭০ টি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।
প্রাক্তন ছাত্র সংসদের সভাপতি জি এম মোর্শেদ মিজান এর সভাপতিত্বে এদিন দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে পুরস্কার ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ,ঢাকা এর সাধারণ সম্পাদক মোঃ আবদুস সামাদ, সহ-সভাপতি ও কেমতলী আলো পাঠাগার এর প্রতিষ্ঠাতা মোঃ আনিসুর রহমান, শিক্ষানুরাগী ও সমাজসেবক জি এম মোস্তফা শিপু, অলিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল,অলিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাক্তন ছাত্র সংসদ এর উপদেষ্টা প্রাক্তন প্রধান শিক্ষক রফিকুল ইসলাম পাটোয়ারী, খোশবাস উত্তর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আয়েত আলী সহ প্রাক্তন ছাত্র সংসদের সদস্য ও অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তব্য রাখেন অলিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাক্তন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির উদ্দিন, সাবেক ছাত্র নেতা মোঃ জসিম উদ্দিন প্রমূখ।
এদিন ৫ম শ্রেণীতে বৃত্তি পরীক্ষায় ৭০ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এতে ৩৬ জনকে মেধাবৃত্তি এবং ৩০ জন কে সাধারণ বৃত্তি সহ পুরস্কার প্রদান করা হয়।