নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (১৮ নভেম্বর) র্যাব-১১ এর অধিনায়ক ল্যাফট্যানেন্ট কর্ণেল তানভীর মাহমুদ পাশা অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে রবিবার (১৭ নভেম্বর) রাতে আড়াইহাজার থানার ব্রাহ্মন্দী ইউনিয়নের ঢাকা-মদনপুর সড়কের লেঙ্গুরদী এলাকার একটি ঝোপ থেকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ কর্তৃক পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা অস্ত্র ও গোলাবারুদ গুলো উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ হলো- ১টি এয়ার গান, ৩ টি দেশি এলজি পিস্তল২ টি দেশি রিভলবার, ৪ টি পাইপ গান (বাট ছাড়া), ১ টি দেশী রাইফেল, ৮টি পাইপ গানের বিভিন্ন প্রকার ব্যারেল, ৬টি পিস্তলের খালি ম্যাগাজিন, ৪২ রাউন্ড ইয়ার গানের গুলি, ৮৪ টি ইয়ার গানের স্প্রিন্টার, ৩০৩ রাইফেলের ৬৩ রাউন্ড গুলি, ৬ রাউন্ড ক্যালিবার ৭ পয়েন্ট ৬২ এমএম পিস্তল টাইপ ৭৭ এর গুলি, ১৬ রাউন্ড ক্যালিবার ৭ পয়েন্ট ৬২ এমএম পিস্তল টাইপ ৫৪ এর গুলি, ২৮ রাউন্ড, ক্যালিবার ৭ পয়েন্ট ৬২ এমএম রাইফেলের গুলি, শর্ট গানের লেট বল কার্টুন ১৫ রাউন্ড এবং রাবার বুলেট কার্টুন ২ রাউন্ড, স্নাইপারের গুলি ৭ রাউন্ড, নমুনা বুলেট ১ টি, বøাংক অ্যামোনেশন ৬ রাউন্ড, বিভিন্ন প্রকার অস্ত্রের গুলি ২১ রাউন্ড। উদ্ধারকৃত উস্ত্র ও গোলাবারুদ সোমবার বেলা ১১ টায় আড়াইহাজার থানায় জমা দেয়া হয়েছে।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, এ অস্ত্রগুলো থানা থেকে লুন্ঠিত হয়নি। তবে এতগুলো অস্ত্র কোথাও থেকে এলে তা জানা যায়নি।