বিদেশি টাকার লোভ দেখিয়ে ৩ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন প্রতারক চক্র। ঝিনাইদহ কালীগঞ্জ ছন্দা হলের সামনে থেকে প্রতারক চক্রের ফাঁদে পড়েন কালীগঞ্জের বিশিষ্টি কাঠ ব্যবসায়ী তোতা।সোমবার সকাল ১১ টার সময় ব্যাংক থেকে টাকা উত্তোলন করে কাঠাল বাগান ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে কালীগঞ্জ ছন্দা হলের সামনে এক ইজিবাইক চালক তার সামনে এসে দাঁড়ায়ে বিদেশী ওমানের টাকার লোভ দেখিয়ে টাকা নিলেন প্রতারক চক্র।কাঠ ব্যবসায়ী তোতা জানান ব্যবসার টাকা ব্যাংক থেকে নিয়ে যাওয়ার সময় প্রতিমধ্যে এক ইজিবাইক চালক সামনে দাঁড়িয়ে বলেন দেখেন দিন এইটা কত টাকা নোট এই টাকাটা ভাঙ্গাতে হবে।তখন আর একজন এসে বলে এই টাকা বিদেশি টাকা এক টাকা ভাঙ্গালে ৩০ হাজার টাকা পাওয়া যাবে। সে এই কথা বলে ৩০ হাজার টাকা দিয়ে বিদেশি ১ টা নোট নিলেন।ইজিবাইক চালক তখন আমাকে বললো আমার কাছে বিদেশি টাকা যা ভাঙ্গালে বাংলাদেশ টাকা প্রায় ৮ লক্ষ টাকা হবে।তখন আমাকে বল্লো আপনার কাছে টাকা থাকলে নিয়ে রাখেন আমি অর্ধেক টাকায় দিয়ে দেব।আমি বলেছিলাম তাহলে ব্যাংকে টাকা ভাঙ্গায় নেন।সে আমাকে জানায় আপনার কোন লাভ হবেনা,আপনি আপনার টাকা আমার কাছে রেখে বিদেশি টাকা নিয়ে ব্যাংকে যায়ে ভাঙ্গায় নেন।তখন চালকের কথা শুনে আমার কাছে থাকা ৩ লক্ষ টাকা দিয়ে দিয়।তারা টাকাটা নিয়ে যাওয়ার কিছু সময় পরে আমি বুঝতে পারি আমাকে প্রতারনা করে টাকা নিয়েছে।