বিশ্ব মানবতার কল্যাণে প্রতিষ্ঠিত দি থিওসোফিক্যাল সোসাইটির ১৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ কুমিল্লা থিওসোফিক্যাল সোসাইটির উদ্যোগে পালিত হয়েছে।এ উপলক্ষে কুমিল্লা বীরচন্দ্র নগর মিলনায়তনে অধ্যক্ষ তাপস বকশীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সামাজিক-সাংস্কৃতিক সংগঠক এড. শহীদুল হক স্বপন,প্রফেসর নিখিল চন্দ্র রায়, শেখ আব্দুল মান্নান,অমৃত লাল দত্ত, কাজি সাইমুল হক, সাংবাদিক বাহার রায়হান, সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুল, সাংবাদিক মাসুদ মজুমদার, অধ্যাপক রাহুল তারণ পিন্টু প্রমুখ। চন্দন দাসের সঞ্চালনায় সার্বজনীন প্রার্থনার মধ্য দিয়ে সভার কাজ শুরু হয়।দি থিওসোফিক্যাল সোসাইটির এশীয় প্রতিনিধি প্রয়াত মহাত্মা বীরেন্দ্র লাল ভট্টাচার্য এবং কুমিল্লা থিওসোফিক্যাল সোসাইটির প্রয়াত দুজন সাবেক সভাপতি ধর্মরক্ষিত মহাথেরো ও অধ্যক্ষ দীলিপ পণ্ডিতের স্মরণে সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় শহীদুল হক স্বপনের প্রস্তাবনায় কুমিল্লা থিওসোফিক্যাল সোসাইটির পুনঃসংস্কার ও অনুশীলন কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষে অধ্যক্ষ তাপস বকশীকে আহ্বায়ক ও চন্দন দাসকে সদস্যসচিব করে নয় সদস্য বিশিষ্ট এডহক কমিটি ঘোষণা করলে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন অমৃত লাল দত্ত, রাহুল তারণ পিন্টু, বাহার রায়হান, খায়রুল আজিম শিমুল, জাহাঙ্গীর আলম ইমরুল, খোকন চন্দ ও মাসুদ মজুমদার প্রমুখ।