কুমিল্লার বরুড়ায় মরহুম আবু তাহের ফাউন্ডেশন কর্তৃক শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার ২৫ নভেম্বর সকালে বরুড়া উপজেলার আমড়াতলী মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শিলমুড়ী উত্তর ও দক্ষিন ইউনিয়নের আমড়াতলী সি আলী উচ্চ বিদ্যালয়, শাহেরবানু আইডিয়াল স্কুল এন্ড কলেজ, আমড়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুর্ব নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ও জয়কামতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষ বিতরণ করা হয়েছে।
আমড়াতলী সি আলী উচ্চ বিদ্যালয় মাঠে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আবু সায়েমের আয়োজনে আমড়াতলী সি আলী উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউ এন ও) নু-এমং মারমা মং।
এসময় উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক বরুড়া শাখার ম্যানেজার মাজহারুল ইসলাম লিটন, শাহেরবানু আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রেজাউল করিম মজুমদার,
সমাজকর্মী মোঃ শাহ আলম, আমড়াতলী সি আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ শাহ আলম বাবুল, প্রধান শিক্ষক দীলিফ চন্দ্র ঘোষ, আমড়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোলেমান রানা, সহকারী শিক্ষক মোঃ শাহাদাত হোসেন ভুঁইয়া সহ গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ।
গাছের চারা বিতরণ কালে মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আবু সায়েম বলেন, আমার বাবার নামে এ ফাউন্ডেশন চলতি বছর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার ফলজ গাছের চারা বিতরণ করব বলে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তারই ধারাবাহিকতায় আজ আমড়াতলী সি আলী উচ্চ বিদ্যালয়ে ৮শত, শাহের বানু আইডিয়াল স্কুল এন্ড কলেজে ৫শত শিক্ষার্থী সহ জয়কামতা সরকারী প্রাথমিক বিদ্যালয়, বড়হাতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ সর্বমোট ২০ শিক্ষা প্রতিষ্ঠানে এই ১০ হাজার ফলজ গাছের চারা বিতরণ করা হবে বলে তিনি জানান। এছাড়াও মরহুম আবু তাহের ফাউন্ডেশন প্রতি বছর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে বৃত্তি প্রদান, শিক্ষা সামগ্রী বিতরণ, মসজিদ মাদ্রাসায় বিভিন্ন উপকরণ বিতরণ, ছাত্রদের পোশাক বিতরণ, অসহায় মানুষের মাঝে খাদ্য ও আর্থিক সহযোগিতা সহ সামাজিক এবং সেবা মুলক কার্যক্রম অব্যহত থাকবে বলে জানান।