কুমিল্লা আদর্শ সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের আলেখারচর উত্তর পাড়া গ্রামে মেয়ের বয়স ১৭ বছর ৫ মাস অর্থাৎ ৭ মাস কম হওয়াই বাল্যবিয়ে দেয়ার অপরাধে মেয়ের বাবাকে ২০ হাজার, বরকে ২০ হাজার ও বরের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমেন শর্মা।
সোমবার (২৫ নভেম্বর) দুপুরে বাল্যবিয়ে হচ্ছে এমন খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন তিনি।
জানা যায়, আলেখারচর এলাকার আবদুল মালেকের মেয়ের সাথে ও বুড়িচং এর হারুনুর রশিদের ছেলের সাথে বাল্য বিয়ে দেয়ার অপরাধে মেয়ের পিতা, বর ও বরের বাবাকে জরিমানা করা হয়। বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা অনুযায়ী মেয়ের বাবাকে
২০ হাজার, বরকে ২০ হাজার ও বরের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আদর্শ সদর উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমেন শর্মা জানান, প্রথমে আমাদেরকে প্রতিপক্ষ ভাবার কোন কারন নেই। এখানে আসার মুল কারন সামাজিক জনসচেতনতা তৈরি করা। সাজা, জেল, জরিমানা আমরা কাউকে দিতে চাইনা। সকলে সচেতন হলে এসবের আওতামুক্ত থাকবে। বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা অনুযায়ী মেয়ের বাবা, বর ও বরের বাবাকেসহ মোট ৩ টি মামলায় ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।