কক্সবাজার টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা রশীদ আহমেদ (৪৫) নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। সে উখিয়া কুতুপালং ক্যাম্পের এফডিএমএন ক্যাম্পের,বাসিন্দা।
২ বিজিবি অধিনায়ক
লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ, নিশ্চিত করেন।
বিজিবি সূত্রে জানাযায়,২৪ নভেম্বর সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে লেদা বিওপি মেম্বারের ঘের নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান বাংলাদেশে আসতে পারে- এমন খবরে কৌশলগত অবস্থান নেয় বিজিবি সদস্যরা।
তিনজন ব্যক্তি নৌকা যোগে বাংলাদেশ-মায়ানমার সীমান্ত শূন্য লাইন অতিক্রম করে কেওড়া বাগানে আসলে বিজিবি সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করে। দুইজন চোরাকারবারী দ্রুত নৌকায় উঠে মিয়ানমার অভ্যন্তরে পালিয়ে যায়। অপর একজন চোরাকারবারীকে একটি ব্যাগসহ আটক করে। ধৃত চোরাকারবারীর রক্ষিত ব্যাগের ভিতর থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
রোহিঙ্গা রশীদ আহমেদ কুতুপালং ক্যাম্পে অবস্থান করে দীর্ঘদিন যাবত মিয়ানমার থেকে ইয়াবা ট্যাবলেট বাংলাদেশে পাচারের সাথে জড়িত।
আটককৃত আসামীকে ইয়াবা ট্যাবলেটসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।