নওগাঁয় জেলা প্রশাসনের চালু করা ন্যায্যমূল্যের দোকানে স্বল্প আয়ের মানুষদের স্বস্তি মিলছে। আগামীতে দোকানে আরো নিত্য প্রয়োজনীয় পণ্যযুক্ত করে এমন উদ্যোগের দীর্ঘ পথচলা দেখতে চান ভোক্তারা।
নওগাঁ জেলা প্রশাসনের সহযোগিতায় ও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ সংলগ্ন বাজারে ন্যায্যমূল্যের এই দোকান চালু করা হয়েছে। এতে করে দ্রব্যমূল্যের এই উর্দ্ধগতির বাজারে স্বল্প আয়ের খেটে-খাওয়া ও মধ্যম আয়ের মানুষদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে।
শনিবার প্রধান অতিথি হিসেবে দোকানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার এসএম রবিন শীষ, অন্যান্য কর্মকর্তা, ছাত্র সমাজের প্রতিনিধিসহ অন্যরা উপস্থিত ছিলেন। দোকানটি উদ্বোধনের পর থেকেই কম দামে পণ্য কিনতে ভীড় করেন ক্রেতারা। বাজার মূল্য থেকে কিছুটা কম দামে পণ্য পেয়ে উপকৃত হচ্ছেন বলে জানান ভোক্তারা।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, জেলায় উৎপাদিত কাঁচা সবজির ক্ষেত্রে স্থানীয় খোলা বাজারে একটি প্রতিযোগিতা সৃষ্টির লক্ষ্যেই ন্যায্যমূল্যের এই দোকান চালু করা হয়েছে। সরাসরি মাঠ পর্যায়ে কৃষকদের সঙ্গে যোগাযোগ করে সবজি এনে এই দোকানে ন্যায্যমূল্যে ভোক্তাদের কাছে পৌঁছে দেয়া হচ্ছে। এতে কৃষক ও ভোক্তা উভয়ই উপকৃত হবেন।
পরবর্তিতে ফলাফল ভালো হলে জেলার প্রতিটি উপজেলায় এই দোকান চালু করা হবে। এছাড়া প্রতিটি হাটে প্রান্তিক পর্যায়ের কৃষকদের জন্য টোল ফ্রি সবজি বিক্রির কর্নার চালুর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমি আশাবাদি এমন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখতে পারলে জেলার কৃষক ও ভোক্তারা উপকৃত হওয়ার পাশাপাশি লাভবানও হবেন।