দুই সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে প্রতি কেজি মোটা চালের দাম বেড়েছে ৭ থেকে ৯ টাকা পর্যন্ত। তবে সরু চালের দাম বেড়েছে তুলনামূলক কম। হঠাৎ করেই মোটা চালের দাম বেড়ে যাওয়ায় নিম্ন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষেরা চরম বিপাকে পড়েছেন।
চালকল মালিকরা বলছেন, দেশের বিভিন্ন এলাকায় বন্যার কারণে মোটা চালের চাহিদা বেড়ে গেছে। সেইসঙ্গে ধানের দাম মণ প্রতি বেড়েছে ২০০ টাকা। এছাড়া রয়েছে ধানের সংকট।
অন্যদিকে খুচরা বিক্রেতা বলছেন, হঠাৎ করে মোটা চালের চাহিদা বেড়ে যাওয়ার সুযোগে চালকল মালিক ও কতিপয় অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে চালের দাম বাড়াচ্ছে।
দুই সপ্তাহ আগে বাজারে প্রতি কেজি স্বর্ণা চালের দাম ছিল ৪৮ থেকে ৫০ টাকা কেজি। তা এখন বিক্রি হচ্ছে ৫৭থেকে ৬০ টাকায়। কাজললতা ৫৬ থেকে ৫৮ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬৫ টাকায়। আর সরু চাল মিনিকেট ৬৫ থেকে এখন ৭০ টাকা।
জেলা চালকল মালিকেরা বলছেন,‘বাজারে আগের মত ধান পাওয়া যাচ্ছে না। ফলে মোটা চাল ভোক্তাদের চাহিদা অনুযায়ী আমরা উৎপাদন করতে পাচ্ছি না। এজন্য মোটা চালের দাম অল্প কিছু বেড়েছে। আমাদের এখানে অবৈধ মজুতদার ও সিন্ডিকেট নেই।’
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল বলেন, ‘আমাদের পক্ষ থেকে কঠোরভাবে বাজার মনিটরিং করা হচ্ছে। সিন্ডিকেট ও অবৈধ মজুতদারদের সন্ধান পেলেই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।