কুমিল্লা সদর দক্ষিণে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোর রাতে চৌয়ারা বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধারসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। প্রেসবিজ্ঞপ্তি।। = পুলিশ জানায়= আসামী/ডাকাত ১। মোঃ আওলাদ হোসেন(৩২), পিতা- মৃত ইউনুস মিয়া, সাং- মোহম্মদপুর, বড় বাড়ী, (উলুরচর), ২। মোঃ ইউসুফ (২২), পিতা- সোলাইমান মিয়া, সাং- উলুরচর, , ৩। মোঃ কবির হোসেন (৩০), পিতা- আলী আক্কাস, সাং- উলুরচর, সর্ব থানা- সদর দক্ষিন মডেল, জেলা- কুমিল্লাসহ অজ্ঞাতনামা ০৭/০৮ জন আসামী অস্ত্রেশস্ত্রে সজ্জিত হইয়া ৩০/১১/২০২৪ খ্রিঃ রাত অনুমান- ০৩:২০ ঘটিকায় সদর দক্ষিন মডেল থানাধীন চৌয়ারা ইউনিয়নের চৌয়ারা সাকিনের চৌয়ারা বাজার টু মাটিয়ারা গামী পাঁকা সড়কের উপর (চৌয়ারা গরুর বাজার সংলগ্ন) জনৈক সাইফুলের খাবার হোটেল (বর্তমানে পরিত্যক্ত) এর সামনে সমবেত হইয়া ডাকাতির প্রস্তুতি গ্রহনকালে আসামী ১। মোঃ আওলাদ হোসেন(৩২), ২। মোঃ ইউসুফ (২২), ৩। মোঃ কবির হোসেন (৩০) পুলিশ কর্তৃক ধৃত হয়। অজ্ঞাতনামা আসামীরা পুলিশের উপস্থিতি টের পাইয়া দিক বিদিক পালিয়ে যায়।
উদ্ধারকৃত আলামত
১। ০১ (এক) টি সিলভার রংয়ের প্রাইভেট কার।
০২। ০১ (এক) টি ইলেকট্রিক করাত (গাছ কাটার মেশিন),
০৩। ০১ (এক) টি নেভি ব্লু রংয়ের লোহার রোলার।
০৪। ০১ টি প্লাস্টিকের গোলাকার পিভিসি পাইপ।
০৫। ০১ টি গুলতি (হাতল ও রাবারসহ দৈর্ঘ্য ১৩ ইঞ্চি।
০৬। ০৪টি মোবাইল ফোন। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় একটি মামলা হয়েছে।