কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬৯০ পিস ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ি আটক করেছে। সোমবার (২ ডিসেম্বর) সকালে চৌদ্দগ্রামের মিয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা যায়, মিয়া বাজার এলাকায় ভোর ৫টা ৩০ মিনিটে এ অভিযান শুরু হয়। অভিযানে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
আটককৃত শাড়িগুলোর বাজারমূল্য প্রায় ৪৯ লক্ষ ৯৫ হাজার টাকা। বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত পণ্যসমূহের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কমান্ডার ইফতেখার হাসান বলেন, “চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানকে আরও জোরদার করা হবে বলেও জানিয়েছেন তিনি।