কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনীর সদস্যরা। ৫ ডিসেম্বর দিবাগত রাত এগারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাঙ্গলকোট সেনা ক্যাম্প এর মেজর তাহসিন এর নেতৃত্বে¡ উপজেলার দৌলখাড় ইউপির পাইকোট গ্রামে অবৈধ অস্ত্রধারী বেলালের বাড়িতে অভিযান চালানো হয়। যৌথ বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে বেলাল পালিয়ে যায়। অভিযান চলাকালিন সময়ে তার বাড়ি থেকে একটি চাপাতি, তিনটি ছুরি, বিদেশি মুদ্রা, মেমোরি কার্ড ও দুটি লাঠি উদ্ধার করা হয়। রাত দুইটায় অভিযানটি শেষ হয়। অভিযানে অংশগ্রহণ করেন নাঙ্গলকোট সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টন সৈকত, ওয়ারেন্ট অফিসার মতিউর, নাঙ্গলকোট থানার সাব ইন্সপেক্টর ওবাইদুলসহ যৌথ বাহিনীর সদস্যরা