সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক ৩৮,৮৮,৫৯০/- টাকা মূল্যের বিপুল পরিমান মাদক ও বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার কুমিল্লা জেলার সীমান্তবর্তী ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার সীমান্ত হতে শংকুচাইল, শশীদল ও সালদানদী বিওপি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী আখাউড়া ও কসবা উপজেলার সীমান্ত হতে মঈনপুর ও কর্নেলবাজার বিওপি কর্তৃক ১২ ডিসেম্বর তারিখ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৩৮,৮৮,৫৯০/- (আটত্রিশ লক্ষ আটাশি হাজার পাঁচশত নব্বই) টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় অবৈধ মাদক ও বিভিন্ন প্রকার মালামাল জব্দ করে। তন্মধ্যে জব্দকৃত নেহা মেহেদী ১৬০০ পিস, প্লেইং কার্ড ৩৭২ প্যাকেট, গ্রেইভ ওয়াটার ১৫০ বোতল, অলিভ ওয়েল ৭৭ পিসবাঁজি ১৩৫২৫ পিস, বডি লোশন ৫৩৪ পিস, ভ্যাজলিন ৫২২ পিস, মাছ ৬০০ কেজি, সাবান ১৮ পিস, চকলেট ১১০ প্যাকটে, চাউল ২৬২৫ কেজি, চুলের তেল ১৭০ পিস, চিনি ৬৫৫০ কেজি, ইয়াবা ট্যাবলেট ৩৪০ পিস এবং গাঁজা ৩০ কেজি।
এছাড়াও অন্যান্য ভারতীয় চোরাচালানী মালামাল আখাউড়া ও কুমিল্লা কাস্টমস্ অফিসে জমা এবং মাদকদ্রব্যসমূহ সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে অবগত করে পরবর্তীতে ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করে।
বার্তা প্রেরকঃ লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি, এসি
অধিনায়ক
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি)