বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক কাজী মো. সেলিম রেজা ও সদস্যসচিব অ্যাডভোকেট মোহাম্মদ আবুল হোসেন স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর মধ্যে মো. জিয়াউর রহমান মজুমদারকে আহ্বায়ক ও মো. ইকবাল হোসেন নোমানকে সদস্যসচিব করে কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা দলের ১৩১ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
পাশাপাশি আব্দুল হেকিমকে আহ্বায়ক ও কাজী মো. আব্দুর রহিম মজুমদারকে সদস্যসচিব করে মৌলভীবাজার জেলা ওলামা দলের ১১১ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
এ ছাড়া মঈন উদ্দিন ফয়েজকে আহ্বায়ক ও মাশহুদ আহমদকে সদস্যসচিব করে সিলেট মহানগর ওলামা দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব তিনটি কমিটির অনুমোদন দিয়েছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মেয়াদোত্তীর্ণ হওয়ায় গত ৬ অক্টোবর সিলেট জেলা ও মহানগর, মৌলভীবাজার জেলা, হবিগঞ্জ জেলা ও সুনামগঞ্জ জেলা ওলামা দলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল।