জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও তারুণ্যের চিন্তা শীর্ষক পাঠচক্র ও পরিচিতি সভা কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও তারুণ্যের চিন্তাশীর্ষক পাঠচক্র ও পরিচিতি সভা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর কমিটির আয়োজনে কুমিল্লা নগরীর ঝাউতলা নবাব ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম রোমে আনন্দ মুখর পরিবেশে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বৈষম্য বিরোধী মতাদর্শের ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মো: তরিকুল ইসলাম।
সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ছাত্র আন্দোলনের নেতা বৈষম্য বিরোধী মতাদর্শের ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগর কমিটির আহবায়ক আবু রায়হান। অনুষ্ঠান টি পরিচালনা করেন সংগঠনের কুমিল্লা মহানগর কমিটির সদস্য সচিব রাশেদুল ইসলাম,এসময় উপস্থিত ছিলেন মহানগর কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।