ডা. হেদায়েত উল্লাহ ছিলেন একজন ক্ষণজন্মা মানুষ। তিনি ছিলেন রাজনীতি সচেতন মানবিক ডাক্তার। তিনি রাজনীতি করেছেন মানুষের জন্য। তিনি ছিলেন কুমিল্লার সকলের ডাক্তার ও গণমুখি ডাক্তার। গতকাল শুক্রবার বিকেলে কুমিল্লা টাউন হল মিলনায়তনে বাংলাদেশের জাতীয় য²া নিরোধ (নাটাব) সমিতি কুমিল্লার সভাপতি ডা. হেদায়েত উল্লাহ’র স্বরণে নাটাব কুমিল্লা কর্তৃক আয়োজিত শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অথিতির বক্তাব্য রাখতে গিয়ে এসব কথা বলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক এমপি হাজী আমিন উর রশীদ ইয়াছিন।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা হাজী ইয়াছিন আরো বলেন, ডা. হেদায়েত উল্লাহ ছিলেন সামাজিক মানুষ, সামাজিক সংগঠক একই সাথে কুমিল্লায় ব্যাপক ভাবে পরিচিত একজন মানুষ। কুমিল্লায় এরকম মানুষ আমরা কমই পেয়েছি। তিনি ছিলেন ক্ষণজন্মা। বর্তমানে চিকিৎসা পেশায় যারা আছেন এবং আগামীতে যারা আসবেন তারা ডা. হেদায়েত উল্লাহকে অনুসরন করতে পারেন। তিনি একজন দক্ষ সংগঠক ছিলেন। অনেক সংগঠন তার হাত ধরেই কুমিল্লায় যাত্রা শুরু করে।
হাজী আমিন উর রশিদ ইয়াছিন আরো বলেন, তিনি মানুষের জন্য রাজনীতি করেছেন। তিনি দক্ষিণ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ছিলেন। এ সমাজ, কুমিল্লা ও বাংলাদেশ নিয়ে ভাবতেন। তিনি একজন সরল ও মানবিক মানুষ ছিলেন।
কুমিল্লা মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ ও নাটাব কুমিল্লার অন্যতম সংগঠক ডাঃ মোসলেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শাহাজাদা এমরানের সঞ্চালনায় শোক সভায় স্বাগত বক্তব্য রাখেন নাটাব কুমিল্লার যুগ্ন সাধারন স¤পাদক আলী আকবর মাসুম। সভার শুরুতে নাটাবের সাবেক কয়েকজন সদস্যদের মৃত্যুতে শোক প্রস্তাব পাঠ করা হয়।
শোক সভায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, কুমিল্লার সাবেক ডেপুটি সিভিল সার্জন ও নাটাব কুমিল্লার সাধারণ স¤পাদক ডাঃ গোলাম শাহজাহান, ড্যাব কুমিল্লার সভাপতি ডাঃ এম এম হাসান, বিএমএ কুমিল্লার সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসিম, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট গোলাম ফারুক, বিশিষ্ট রোটারিয়ান ও প্রবীণ আইনজীবী দিলীপ কুমার পাল (ভুতু দা), নাটাব কুমিল্লার সহ সভাপতি ডা. এ কে এম আবদুস সেলিম, সহ সভাপতি ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ তৃপ্তীশ চন্দ্র ঘোষ, সহ সভপতি ও কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, সাবেক ছাত্র নেতা জিএস মহিউদ্দিন আহমেদ, ড্যাব কুমিল্লার সাধারণ সম্পাদক ডা. তৌহিদুর রহমান,কুমিল্লা টাউন হল এডহক কমিটির সদস্য সাজ্জাদুল কবির সাজ্জাদ প্রমুখ। কোরআন তেলোয়াত ও দোয়া মাহফিল পরিচালনা করেন সাংবাদিক আবু হানিফ মজুমদার।
বক্তারা বলেন, ডা. হেদায়েত উল্লাহ মৃত্যুর শেষ দিন পর্যন্ত নাটাবের জন্য কাজ করে গেছেন। তিনি ছিলেন কুমিল্লার সকলের ডাক্তার ও গণমুখি ডাক্তার। রুগীরা উনার কাছে গেলে তার কথা শুনলেই অর্ধেক রোগ ভালো হয়ে যেত। তিনি আঞ্চলিক ভাষায় খুব সুন্দর করে সকলের সাথে কথা বলতেন।
বক্তারা আরো বলেন, মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর অনুসারী হিসেবে ডা. হেদায়েত উল্লাহ সবসময় অধিকারবঞ্চিত, অবহেলিত ও মেহনতি মানুষের অধিকার ও স্বার্থরক্ষার বিষয়ে ভাবতেন। আগামীতে যারা চিকিৎসা পেশায় আসবে তাদেরকে ডা. হেদায়েত উল্লাহর মত হওয়ার আহব্বান জানান।
বক্তারা সবাই ডা. হেদায়েত উল্লাহ’র বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। শোক সভা ও দোয়া মাহফিলে কুমিল্লার সর্বস্তরের বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কুমিল্লা আদর্শ সদর উপজেলার সদস্য সচিব হাজী সফিউল আলম রায়হানসহ নগরীর বিশিষ্ট পেশার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।