কুমিল্লার মুরাদনগরে খলিলুর রহমান খালেক(৪৭) নামের এক যুবকের লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের শিবানী পুর গ্রামের খলিল মিয়ার অটো, সিএনজির গ্যারেজ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত খলিলুর রহমান প্রকাশে খালেক মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার লংলা গ্রামের মৃত রাশেদ আলীর ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, নিহত খলিলুর রহমান প্রকাশে খালেক দির্ঘ দিন যাবত এখানে বসবাস করছে। খালেক এখানে থেকে ভেন গাড়ি চালাতো। শনিবার সকালে গ্যারেজের মালিক খলিল মিয়া দড়জা খুলে খালেকের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে শোর চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে পুলিশকে খবর দেয়। পরে এসআই মহিন উদ্দিন ঘটনাস্থলে এসে সুরতহাল রিপোর্ট পূর্বক লাশ থানায় নিয়ে যায়।
এব্যাপারে মুরাদনগর থানার ওসি সাইদুল ইসলাম বলেন, খলিলুর রহমান প্রকাশে খালেক নামের এক ব্যাক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।