পেইজ ডেভেলপমেন্ট সেন্টার এর সাবেক সভাপতি প্রয়াত প্রফেসর অধ্যক্ষ আমির আলী চৌধুরীৱ স্মরণ সভা গতকাল পেইজের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় । এতে সভাপতিত্ব করেন পেইজেৱ সভাপতি ডা: এ কে এম আব্দুস সেলিম।স্মরণ সভায় বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা ও ছড়াকার জহিরুল হক দুলাল.সাংবাদিক আবুল হাসানাত বাবুল,প্রফেসর শান্তি রঞ্জন ভৌমিক,সহ আরো অনেকে।