বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ূ কামনায় দোয়া মাহফিল মহানগর বিএনপির সাবেক আহবায়ক আমিরুজ্জামান আমিরের দল থেকে অব্যাহতি প্রত্যাহার করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও শোকরানা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা নগরীর ধর্মসাগরপাড়স্থ দলের অস্থায়ী কার্যালয়ে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি এ দোয়া মাহফিল এবং শোকরানার আয়োজন করে।
দোয়া মাহফিল পরবর্তী আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশ এখন কঠিন সময় পার করছে। মানুষ সুন্দর ও কল্যাণের অপেক্ষায় আছে। ৫ আগস্ট ফ্যাসিবাদ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবেশ ও মানুষের চাহিদাও পরিবর্তন হয়ে গেছে। সেই দৃষ্টিকোণ থেকে কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের দলের সম্মান মর্যাদার দিকে সজাগ দৃষ্টি রেখে ঐক্যবদ্ধ থেকে কাজ করে যেতে হবে।
হাজী ইয়াছিন আরও বলেন, আমিরুজ্জামান আমির আন্দোলন সংগ্রাম ও রাজপথের আপসহীন সৈনিক। তার হাত ধরে অনেক কর্মী সৃষ্টি হয়েছে। আজকে দল থেকে তার অব্যাহতি প্রত্যাহার করে নেওয়ায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে প্রত্যাশা করছি, আমির আবারও দলে আরও বেশি সক্রিয় হয়ে উঠবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারি আবু , মহানগর বিএনপির সাবেক আহবায়ক আমিরুজ্জামান আমির, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আফম তাইফুর আলম, মহিলা দল নেত্রী সাবেরা আলাউদ্দিন, জেলা বিএনপি নেতা ও সাবেক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম প্রমুখ নেতৃবৃন্দ।