বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্পাদক (বিশেষ দায়িত্বে) এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এর ভাইস চেয়ারম্যান। কুমিল্লা-৮ (বরুড়া) সাবেক সংসদ সদস্য, শিল্পপতি ও ন্যাশনাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান মরহুম এ কে এম আবু তাহেরের ছোট ছেলে এবং বরুড়ার গণমানুষের নেতা, সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমনের ছোট ভাই আবু নাছের মোহাম্মদ ইয়াহিয়া সারমিনের জানাজায় মানুষের ঢল।
সকাল ৮টা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে এবং জেলার বিভিন্ন উপজেলা জানাজা অংশগ্রহণ করার জন্য মানুষের আগমন ঘটে। আজ সকাল ১০টায় উপজেলা ঈদগাঁ মাঠে মরহুমের তৃতীয় জানাযা অনুষ্ঠিত হয়। জানাজা ইমামতি করেন বরুড়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসা মুফতি মাওলানা মিজানুর রহমান জাফরী।
দুপুর ২টায় সোনাইমুড়ী হাই স্কুল মাঠে মরহুমের চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা ইমামতি করেন মাওলানা আবু তাহের। জানাজা শেষে মরহুমের নিজ উপজেলা আদ্রা ইউনিয়নের সোনাইমুড়ী গ্রামে পারিবারিক কবর স্থানে পিতামাতার সাথে শায়িত হন।
মরহুমের জানাজা বক্তব্য রাখেন বরুড়া উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট খায়রুল এনাম তৌফিক। কুমিল্লা মহানগর সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার। কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক হাজী আমিনুর রশিদ। তিনি বলেন, আমরা সবাই একদিন চলে যেতে হবে। আমরা সারমিন ভাইয়ের জন্য দোয়া করি। দোয়া ছাড়া আমাদের কিছুই দেওয়া নেই।
মরহুম আবু নাছের মোহাম্মদ ইয়াহিয়া সারমিনের বড় ভাই, কুমিল্লা-৮ (বরুড়া) সাবেক সংসদ সদস্য, বরুড়ার গণমানুষের নেতা জাকারিয়া তাহের সুমন বলেন, আমার ভাই চলে গেলো। তার জন্য সবাই দোয়া করবেন। তাকে সবাই মাফ করে দিবেন।
এই সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উৎবাহতুল বারী আবু, বিএনপি সাধারণ সম্পাদক জহিরুল হক স্বপন, কুমিল্লা জামায়েত ইসলামী নেতা অধক্ষ শফিকুল আমিন হেলাল এবং বিএনপি অঙ্গসংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল তিনটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৫৬ বছর। ইয়াহিয়া তার স্ত্রী ও তিন ছেলে-মেয়ে রেখে গেছেন।
খবর পেয়ে তাৎক্ষণিক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখতে যান। দীর্ঘদিনের সহমর্কীর মৃত্যুতে তিনি শোক প্রকাশ করেছেন। অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শোক প্রকাশ করেছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।