কুমিল্লার মনোহরগঞ্জে যুবদলের সভাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুটি গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ২ জানুয়ারী বৃহস্পতিবার বিকালে উপজেলা সদরের মনোহরগঞ্জ বাজার এলাকায় বিএনপির কালাম-আজিম গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্দ নেতা-কর্মীরা মোটর সাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগ করে।
জানা যায়, ২ জানুয়ারী বৃহস্পতিবার বিকালে মনোহরগঞ্জ সরকারি কলেজ অডিটরিয়ামে আবুল কালাম সমর্থিত যুবদলের নেতা-কর্মীদের সভায় যোগদিতে আসেন কুমিল্লা জেলা যুবদলের নেতৃবৃন্দ। সভাটি শুরু হলে বিএনপির কর্ণেল (অবঃ) আজিম সমর্থিত নেতাকর্মীরা শোডাউন করে মিছিল বের করে।
এ সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয়পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্দ নেতা-কর্মীরা ৪টি মোটরসাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগ করে। সংঘর্ষ শুরু হলে সভাস্থলে কুমিল্লা থেকে আসা নেতা-কর্মীরা অবরুদ্ধ হয়ে পড়েন।
পরে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সভাস্থল ত্যাগ করেন নেতৃবৃন্দ। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ লাঠি চার্জ করে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পরে সেনাবাহিনীও পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
এ বিষয়ে কথা হলে মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যুবদলের একটি সভাকে কেন্দ্র করে বিএনপির দুটি গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়লে পুলিশ ও সেনাবাাহনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।